ViberPC|How to fix Bangla Font broken Problem!

আমরা আমাদের Windows 7,8,10,11 কম্পিউটারে ViberPC Application টি ব্যবহার করে থাকি। ভাইবার একটি জনপ্রিয় ইন্সট্যান্ট Messeging Application, ইংরেজী সকল বর্নমালা সঠিকভাবে এখানে বুঝতে পারা যায়।

কিন্তু উক্ত Application এ বাংলা ফন্ট সঠিকভাবে সেটাপ না করার ফলে বাংলা ফন্ট ভেঙ্গে যায়। ফলে সঠিকভাবে আমরা মেসেজ বুঝতে পারি না। নিচের দেখানো পদ্ধতিতে উক্ত সমস্যাটি সমাধান করা যাবে।

ViberPC Interface, Showing Bangla font

ViberPC|Bangla font Broken fix Steps:

Step-01: Go to Control Pannel

প্রথমে Control Pannel এ যেতে হবে, এরপর “Font” লিখে সার্চ করবেন।

Windows Control Pannel
Font Section, Windows Control Pannel
Font Section


Step-02: Font section Search

পিসিতে Install কৃত সকল Font Select করে Delete করে দিতে হবে।

Font, Delete, Control Panel


Step-03: Font Download

এখন নিচের লিংক থেকে বাংলা ফন্ট গুলো Download করে নিতে হবে।
Font Link: https://terabox.fun/sl/4RBgPct3xx

Viber Bangla Font Download Link



Step-04: Zip File Exract

ডাউনলোডকৃত .zip file টি Exeract করে নিতে হবে

Viber Supported Bangla Font .zip File

Step-05: Font Install

Exract করা ফ্লোল্ডারটি ওপেন করে Keyboard থেকে Ctrl + A চেপে সকল ফন্ট ফাইল গুলো Select করে নিতে হবে, এরপর Mouse এর Right Click করে “Insttall for all users” করে নিতে হবে। ফন্ট গুলো Install হতে একটু সময় লাগবে, পুরা কাজটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ViberPC Bangla Font Install

ViberPC Bangla Font Install


Step-06: Font গুলো সঠিকভাবে Install করার পর পিসি Restart দিতে হবে।

Step-07: পিসি Restart দেওয়ার পর পুনরায় ViberPC Application এ গেলে দেখা যাবে, সকল বাংলা ফন্ট সুন্দরভাবে বুঝা যাচ্ছে, বিশেষ করে যুক্ত বর্ণ গুলো।

ViberPC Bangla Font OKAY



আরোও বিস্তারিত সকল Step সম্পন্ন করার জন্য নিচের ভিডিও টি দেখে নিতে পারেন।।

1 thought on “ViberPC|How to fix Bangla Font broken Problem!”

Leave a Comment